Will Amir apply to become a British citizen to play in IPL? 🏏🏏

in hive-198058 •  3 years ago 

হ্যালো বন্ধুরা।।


আমি আশা করছি আপনারা সবাই সুস্থ ,সুন্দর আর নিরাপদ রয়েছেন এবং Steemit প্লাটফরমটি উপভোগ করছেন।



পাকিস্তানের পেসার আমির এখন প্রায় প্রতিদিনি কিছু না কিছু করে খবরের শিরোনাম হয়ে আসছেন। পাকিস্তানের অন্যতম সেরা এই বোলারের জিবনে অল্প সময়ে অনেক প্রাপ্তি আর হতাশা এসছে।কিছুদিন আগেও তিনি পাকিস্তানের ক্রিকেট বোর্ড এবং দলের নির্বাচকদের করা সমালোচনা করেও খবরের শিরোনাম হয়ে ছিলেন।

image.png

Source



ভারত আর পাকিস্তানের রাজনৈতিক সমস্যা অনেক দিন ধরেই চলে আসছে। এই সমস্যার কারনে পাকিস্থান দলের ক্রিকেটাররা বিশ্বের অন্যতম টি-২০ ক্রিকেট লীগ আইপিএল খেলতে পারেন না। কিন্তু এই লীগে খেলতে পারা যেমন অভিজ্ঞতার তেমনি বিপুল পরিমান অর্থের হাতছানি রয়েছে। আমির এই আইপিলে নিজেকে দেখতে চান।


image.png

source



আমিরের সামনে একটি উপায় আছে সেটি হল তিনি যদি নিজেকে ব্রিটেনের নাগরিক হিসেবে প্রমান করতে পারেন তাহলে হয়তো আইপিএলে খেলার একটা সুবর্ণ সুজোগ তিনি পাবেন। এর আগে একই ভাবে আইপিএলে খেলার সুজোগ পেয়েছিলেন পাকিস্তানের অল্রাউন্ডার আজহার মেহমুদ। তিনি ২০১২ থেকে ২০১৫ এই সময়ে কিংস ইলেভেন পাঞ্জাব আর কলকাতা নাইট রাইডারসের হয়ে খেলেছেন মোট ২৩ টি ম্যাচ।


image.png

source



আন্তর্জাতিক খেলা থেকে সরে আসা এই সেরা বোলারের নিকত কিছুটা সুজোগ আছে নিজেকে বিটেনের নাগরিক হিসেবে উপস্থাপন করার। তার পরিবারের সবাই এখন ইংল্যান্ডেই বসবাস করেন এছাড়াও তিনি সেখানে নিয়মিত যাওয়া আসার ভিতরে থাকেন। সেখানকার কাউন্টি লীগেও তিনি খুবই পরিচিত একটি নাম। তবে তিনি এখন সপরিবারে ইংল্যান্ডে বসবাস করছেন।

image.png

source



আমির খুব শীগ্রই ব্রিটেনের নাগরিকত্বের জন্য আবেদন করবেন। ক্রকেট তিনি খুবই ভালবাসেন। তিনি আর ৬/৭ বছর ক্রিকেট নিয়ে থাকতে চান। ক্রিকেটকে তিনি অনেক কিছু দিয়েছীন। বিশ্বের বিভিন্ন টি-২০ লীগ গুলোয় তিনি তার প্রতিভার স্বাক্ষর রাখবেন বলে তার বিশ্বাস রয়েছে।

image.png

source



২০০৯ সালে তার আন্তর্জাতিক পর্যায়ে পথ চলা শুরু হয়। গতি আর সুইং দিয়ে তিনি অল্প সময়ের ভিতরেই সারা বিশ্বের নজরে চলে আসেন এবং নিজেকে পাকিস্থান দলের অন্যতম সদস্য হিসেবে গড়ে তুলেন। তার বলিং দেখে অনেকেই তাকে পাকিস্তান দলের আরেক ওয়াসিম আকরাম অভিহিত করতেন। ২০১০ সালে জড়িয়ে জান স্পট ফিক্সিং এর মতো একটি কলঙ্কজনক অধ্যায়ে। এই কারনে তাকে অনেকদিন জেল হাজতেও থাকতে হয়েছিল।

image.png

source



জেলের সাজা শেষ করে আবার আন্তর্জাতিক খেলায় ফিরে আসেন আমির। কিন্তু আগের মত পেস আর সুইং না থাকায় বেশ বেগ পেতে হচ্ছিল দলে জায়গা করে নিতে। কিন্তু তারপরেও ফুরিয়ে জান্নি। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অনবদ্য বোলিং পাকিস্থানকে শিরোপা এনে দিয়েছিল। কিন্তু নিরবাচকদ্র উপর আস্থা হারিয়ে হটাত করেই সরে গেলেন ক্রিকেট থেকে তবে ক্রিকেট বোর্ড বলছে বিভিন্ন লীগে খেলার লোভেই অবসরের ঘোষানা তার।

image.png

source



সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

one of my favorite players from Pakistan ❤️