হ্যালো বন্ধুরা।।
আমি আশা করছি আপনারা সবাই সুস্থ ,সুন্দর আর নিরাপদ রয়েছেন এবং Steemit প্লাটফরমটি উপভোগ করছেন।
ভারত আর পাকিস্তানের রাজনৈতিক সমস্যা অনেক দিন ধরেই চলে আসছে। এই সমস্যার কারনে পাকিস্থান দলের ক্রিকেটাররা বিশ্বের অন্যতম টি-২০ ক্রিকেট লীগ আইপিএল খেলতে পারেন না। কিন্তু এই লীগে খেলতে পারা যেমন অভিজ্ঞতার তেমনি বিপুল পরিমান অর্থের হাতছানি রয়েছে। আমির এই আইপিলে নিজেকে দেখতে চান।
আমিরের সামনে একটি উপায় আছে সেটি হল তিনি যদি নিজেকে ব্রিটেনের নাগরিক হিসেবে প্রমান করতে পারেন তাহলে হয়তো আইপিএলে খেলার একটা সুবর্ণ সুজোগ তিনি পাবেন। এর আগে একই ভাবে আইপিএলে খেলার সুজোগ পেয়েছিলেন পাকিস্তানের অল্রাউন্ডার আজহার মেহমুদ। তিনি ২০১২ থেকে ২০১৫ এই সময়ে কিংস ইলেভেন পাঞ্জাব আর কলকাতা নাইট রাইডারসের হয়ে খেলেছেন মোট ২৩ টি ম্যাচ।
২০০৯ সালে তার আন্তর্জাতিক পর্যায়ে পথ চলা শুরু হয়। গতি আর সুইং দিয়ে তিনি অল্প সময়ের ভিতরেই সারা বিশ্বের নজরে চলে আসেন এবং নিজেকে পাকিস্থান দলের অন্যতম সদস্য হিসেবে গড়ে তুলেন। তার বলিং দেখে অনেকেই তাকে পাকিস্তান দলের আরেক ওয়াসিম আকরাম অভিহিত করতেন। ২০১০ সালে জড়িয়ে জান স্পট ফিক্সিং এর মতো একটি কলঙ্কজনক অধ্যায়ে। এই কারনে তাকে অনেকদিন জেল হাজতেও থাকতে হয়েছিল।
জেলের সাজা শেষ করে আবার আন্তর্জাতিক খেলায় ফিরে আসেন আমির। কিন্তু আগের মত পেস আর সুইং না থাকায় বেশ বেগ পেতে হচ্ছিল দলে জায়গা করে নিতে। কিন্তু তারপরেও ফুরিয়ে জান্নি। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অনবদ্য বোলিং পাকিস্থানকে শিরোপা এনে দিয়েছিল। কিন্তু নিরবাচকদ্র উপর আস্থা হারিয়ে হটাত করেই সরে গেলেন ক্রিকেট থেকে তবে ক্রিকেট বোর্ড বলছে বিভিন্ন লীগে খেলার লোভেই অবসরের ঘোষানা তার।
one of my favorite players from Pakistan ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit