|
মন ভোলা এক গান,
তুমি ছুঁয়ে দিলেই আমি প্রেমময় রাত
চঞ্চল এক প্রাণ।
তুমি আমার রক্তের মাঝে
মিশে থাকা কবিতার গান
তুমিই আমার সব
বিধাতার হাতে গড়া শ্রেষ্ঠ উপহার।
তুমিই সব, তুমিই সব
নেই তো এর কোন বিধান
কেবল তুমিই পারো হতে
আমার প্রেমের গান।
|
|-শুভ রাত্রি|
|
হারায় না চিরতরে,
ঠিক তেমনি হলো সত্য
কখনো নাহি যায় মরে।
মিথ্যার আবরণ যতই
শক্ত হোক না কেনো,
ধ্বংস হবেই নিশ্চিত
আর এটাই সত্য যেনো।
আঁধার ভেদে আসে বেরিয়ে
সত্যের সকল অংশ,
হারিয়ে যায় জড়িয়ে থাকা
মিথ্যার সকল সঙ্গ।
|
|-শুভ রাত্রি|