সরল মানুষের কদর কম || জেনারেল রাইটিং

in hive-129948 •  2 months ago 

1000005341.jpg
সোর্স

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। সমাজের সরল মানুষের কদর নেই।কথাটার সাথে হয়তো আমরা সবাই পরিচিত। সরল মানুষগুলো সমাজে এমনভাবে চলাফেরা করে যেন তাদের দ্বারা সমাজের কোনো ক্ষতি না হয়।কিন্তু সেই সরল মানুষগুলোকে আমরা দিনশেষে মূর্খ বলে আখ্যায়িত করি।এই মানুষগুলোকে যতই আঘাত করা হোক না কেন দিনশেষে তারা নিজের মনে করে ক্ষমা করে দেয় কিন্তু যারা সমাজে ধূর্ত ব্যক্তি আছে তারা সবসময় নিজের স্বার্থ হাসিল করতে ব্যস্ত থাকে।

সহজ সরল মানুষগুলো অন্যের কষ্টে নিজে ব্যথিত হয়। কিন্তু যারা অসৎ তারা অন্যের দুঃখ দেখলে খুশি হয়।ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে রহিম শরীফ এবং হুসাইন তিন বন্ধু। রহিম খুবই সহজ সরল হুসাইন ও বেশ ভালো প্রকৃতির লোক। কিন্তু শরীফ খুবই চালাক চতুর এবং সব সময় হুসাইন এর কাছে রহিমের নামে এটা ওটা বলতেই থাকে। এসব শুনে হুসাইন ভাবে শরীফ হয়তো ঠিকই বলেছে রহিম খুব একটা ভালো মানুষ নয় সরল সেজে থাকে। যাইহোক একপর্যায়ে হুসাইন একটা বিপদে পড়ে বেশ কিছু টাকার দরকার হয়।এমত অবস্থায় শরীফ বিভিন্ন অজুহাত দেখিয়ে হুসাইনের থেকে দূরে দূরে থাকে।

কিন্তু রহিম যখনই শোনে হুসাইন বিপদে পড়েছে তখন অনেক চেষ্টা করে কিছু টাকা জোগাড় করে হুসাইনকে সেই বিপদ থেকে রক্ষা করে। তখন হুসাইনের আর বুঝতে বাকি থাকে না যে কে ভালো আর কে খারাপ। যাইহোক আমাদের আশেপাশের শরীফের মতো অনেক লোক আছে যারা আপনার ভালো বন্ধু সেজে আপনার আশেপাশে ঘুরঘুর করবে কিন্তু আপনি যদি বিপদে পড়েন তবে সবার আগে তারা আপনার সঙ্গ ত্যাগ করবে।

আমাদের উচিত এই ধরনের লোকদের থেকে দূরে থাকা। অবশ্য এই লোকগুলোকে বিপদে না পড়লে কখনোই চেনা যায় না। তাই আমাদের উচিত যখন এ লোকগুলোকে আমরা চিনে থাকবো তখন সাথে সাথে তাদের সাথে সম্পর্ক শেষ করা। দিনশেষে ওই সহজ সরল মানুষগুলোই মাথা উঁচু করে বাঁচে।আবার সহজ সরল মানুষগুলো খুব তাড়াতাড়ি অন্যকে বিশ্বাস করে এবং আঘাত পায়।

যাইহোক এ ধরনের মানুষ থেকে আমরা দূরে থাকবো যারা আমাদের বন্ধু সেজে ক্ষতি করার চেষ্টা করে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

1000000117.png

1000000118.png

1000000119.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

যারা সহজ সরল প্রকৃতির হয় তাদেরকে মানুষ অনেক বেশি খারাপ ভাবে। আর এটা মনে করে, তারা উপরে দেখতে ভালো। কিন্তু ভেতরে অনেক বেশি খারাপ। কিন্তু এই মানুষগুলো হয় অনেক ভালো। আসলে আমাদের আশেপাশে বন্ধু নামে এমন কিছু মানুষ থাকে, যারা কিনা কখনো আমাদের বিপদে পাশে থাকে না। তেমনি এই তিন বন্ধুর ক্ষেত্রেও ঠিক এরকমটা হয়েছে। হুসাইন ও বুঝতে পেরেছে কে তার প্রকৃত বন্ধু আর কে মুখোশধারী।

গল্পটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

ঠিক বলেছেন আপু, সহজ সরল মানুষদেরকে আসলেই কেউ দাম দেয় না। কিন্তু তারাই হচ্ছে প্রকৃত মানুষ। তাদের দ্বারা মানুষ উপকৃত হয় এবং তারা সবসময়ই অন্যের মঙ্গল কামনা করে। যাইহোক ছোট্ট ঘটনাটি পড়ে ভীষণ ভালো লাগলো। শরীফের মতো লোকদের কাছ থেকে ১০০ হাত দূরে থাকা উচিত আমাদের। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

জ্বি ভাইয়া শরীফের মতো লোকদের থেকে দূরত্ব বজায় রেখে চলা উচিত। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

হ্যাঁ আপু সরল মানুষেরা দুনিয়াতে অনেক বেশি কষ্ট করে। কারণ তারা সরল মনে হয়ে থাকে এবং সবাইকে নিজের মত সরল মনে করে আপন করে নিতে চায়। কিন্তু অন্যরা তাদের সেই সরলতার সুযোগ নেই। আর এজন্য তারা অনেক বেশি কষ্ট করে।

হ্যাঁ আপু অনেকে সরলতার সুযোগ নিয়ে ক্ষতি করার চেষ্টা করে। আর সেই ধরনের মানুষগুলোর থেকে আমাদের দূরে থাকা উচিত। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আজ আপনি আমাদের মাঝে যে কথাগুলো তুলে ধরেছেন তার প্রতিটি কথা একদম সঠিক। কেননা বর্তমান সময়ে এই পৃথিবীতে যারা নরম শ্রেণীর লোক অর্থাৎ যারা সরল প্রকৃতির তাদেরকে সবাই অবহেলা করে এবং তাদের উপর অত্যাচার করে। এছাড়াও এইসব মানুষদের কেউ কখনো পাত্তা দেয় না। দারুন একটা পোস্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

একদম দাদা আমাদের সমাজে যারা একটু নরম প্রকৃতির মানুষ আছেন তাদেরকে সবাই অত্যাচার করে এবং সব সময়ই অবহেলা করে। এটা মোটেই করা উচিত নয়।কেননা দিনশেষে তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আপনি ঠিক বলেছেন আপু সরল লোকের কদর কম।সরল লোকদের বিপদ বেশি হয় আর বিপদে না পড়লে আসলে চালাক লোকদেরকে চেনা যায় না।আর এই ধরনের লোকদের থেকে সঙ্গে সঙ্গে দূরে চলে যাওয়া সবচাইতে ভালো।এত সুন্দর একটি বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

ঠিক বলেছেন আপু এই ধরনের লোকদের থেকে দূরে থাকাই ভালো। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।