বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছের বিরিয়ানি রেসিপি শেয়ার করবো। কয়েকদিন আগে বর্ষার সময় তৈরি করেছিলাম। ইলিশ মাছ আপনাদের দাদার খুব পছন্দের। প্রায়ই বৃষ্টির দিনে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি খেতে চায়। অনেকদিন হলো কোন বিরিয়ানি রান্না করিনি। তাই ভাবলাম ইলিশ মাছের বিরিয়ানি রান্না করি। খুবই সামান্য উপকরণ দিয়ে বিরিয়ানি রান্না করেছি। আর বিরিয়ানি তো কম বেশি সকলেই পছন্দ করেন। চলুন রেসিপিটি শুরু করা যাক।
উপকরণ:
১:ইলিশ মাছ - ৫ পিস
২:বাসমতি চাল -২৫০ গ্রাম
৩:টক দই - ১ কাপ
৪. বিরিয়ানি মসলা - ৪ চামচ
৫.তরল দুধ - ১ কাপ
৬.লবন - ২ চামচ
৭. হলুদ - ২ চামচ
৮. জিরা গুঁড়া - ২ চামচ
৯. গরম মসলা - ১ চামচ
১০. পেঁয়াজ কুচি - ১ কাপ
১১. আদা ও রসুন বাটা - ১ চামচ
১২. শুকনো মরিচ গুঁড়া - ২ চামচ
১৩. গোল মরিচ গুঁড়া - ১ চামচ
১৪. গোটা জিরা - ১ চামচ
১৫. তেজ পাতা - ৩টি
১৬. দারচিনি, লবঙ্গ, এলাচ - পরিমান মতো
১৭. কাচা মরিচ - ৫ টি
১৮. সাদা তেল - ১ কাপ
১৯. ঘি - ৩ চামচ
২০.গোলাপ জল ও কেওড়া জল - ২ চামচ
ইলিশ মাছ
বাসমতি চাল
আদা ও রসুন বাটা
বিরিয়ানি মসলা
লবণ, হলুদ, জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া ও গরম মসলা
তেজ পাতা, কাচা মরিচ, জিরা গুঁড়া ও দারচিনি, লবঙ্গ,এলাচ
দুধ ও টক দই
প্রস্তুত প্রণালী:
১.প্রথমে ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে।
২. এবার একে একে সব রকম মসলা পরিমান মতো একটা পাত্রে নিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো মসলা ১৫ মিনিটের মতো রেখে দিতে হবে।
৩.চুলার উপর একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে গেলে পরিমানের থেকে একটু বেশি তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি গুলো দিয়ে বেরেস্তা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।
৪. এবার চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ইলিশ মাছ গুলো হালকা ভেজে নিতে হবে।
৫. বেরেস্তা উঠানোর পর ওই বাকি তেলের ভিতর কিছু গোটা জিরা দিয়ে দিতে হবে।জিরা ভাজা হলে ভিজানো মসলা দিয়ে দিতে হবে। এরপর ফেটানো টকদই ও ৩ চামচের মত তরল দুধ দিয়ে দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে।মসলা কষানো হলে দুই কাপের মতো জল দিতে হবে। জল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিতে হবে।
৬. কিছুক্ষন ধরে রান্না করে নিতে হবে। ঝোল গাঢ় হয়ে এলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। এরপর মাছ ও ঝোল আলাদা করে নিতে হবে।
৭. এবার বিরিয়ানির ভাত রান্না করতে হবে।
৮. এবার দমে বসাতে হবে। আমার মনে হয় গ্যাসের চুলার থেকে মাটির চুলায় বিরিয়ানি খুব ভালো হয়। আজ আমি কড়াইতে বসাবো।
৯. প্রথমে একটা কড়াই নিলাম। কড়াইতে ৩ চামচ ঘি ছড়িয়ে দিলাম। এরপর অল্প কিছু ভাত নিলাম। ভাতের উপর ওই মাছের গ্রেবী দিয়ে দিলাম। এরপর কিছু বেরেস্তা ছড়িয়ে দিলাম। এরপর উপরে বাকি ভাত গুলো দিয়ে দিলাম। এবার ভাতের উপরে ২ চামচ ঘি, ৩ চামচ তরল দুধ ও গোলাপ জল ও কেওড়া জল ছিটিয়ে দিলাম। সব শেষে ইলিশ মাছ মাছ গুলো সাজিয়ে দিলাম। কিছু কাচা মরিচ ছড়িয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ১৫ -২০ মিনিট অল্প আঁচে চুলায় উপর ঢেকে রাখতে হবে।
১০. এবার পরিবেশনের জন্য প্লেটে নামিয়ে নিলাম। এটি গরম গরম পরিবেশন করতে হবে।
আশা করি, এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত। আবার নতুন কোন বিষয় আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
আমি কখনো ইলিশ মাছের বিরিয়ানী খাইনি তাই জানিও না খেতে কেমন হয়!কিন্তু আজ রেসিপি দেখে মনে হচ্ছে একদিন বানিয়ে খেলে বেশ মজা হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা আপু একদিন বাড়ীতে তৈরি করে খেয়ে দেখুন অনেক মজার একটি খাবার।ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকদিন আপনার রিপ্লাই পেলাম বৌদি,ব্যস্ত থাকবেন বোধহয় আজকাল খুব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি আপনি সব সময় দাদার পছন্দের রেসিপিগুলো তৈরি করেন দেখে ভালো লাগে। সত্যি বৌদি আপনি আপনার প্রিয় মানুষটিকে তার পছন্দের খাবার খাওয়াতে অনেক পরিশ্রম করেন। আসলে ভালোবাসা আছে বলেই সবকিছু সম্ভব হয়েছে। বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজার সাথে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তবে ইলিশ বিরিয়ানি কখনো খাওয়া হয়নি। আপনার কাছে এই রেসিপি শিখে ভালো লাগলো বৌদি। বাসায় অবশ্যই ট্রাই করে দেখব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সামান্য উপকরণ বলতে বলতে তো অনেকগুলো উপকরণ দিয়ে ফেললেন বৌদি 😍।আর রান্নার প্রসেসটা ও দারুন ছিল আর ফাইনাল আউটপুট টা তো একদম লোভনীয়।আর বৃষ্টির দিনে দাদা এমন বিরিয়ানি পেয়ে নিশ্চই আনন্দিত হয়েছিল😍।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটি মানুষ চেষ্টা করা যায় নিজের সহধর্মির পছন্দের কিছু তৈরি করার জন্য। আমি প্রায় লক্ষ্য করে দেখেছি আপনি সব সময় দাদা যা পছন্দ করেন তা করার চেষ্টা করে থাকেন। ইলিশ মাছের বিরিয়ানির কথা অনেক শুনেছি তবে কখনো টেস্ট করে দেখা হয়নি। দেখেই খুব লোভনীয় মনে হচ্ছে। আপনি প্রতিটি প্রসেস এত সুন্দর করে উপস্থাপনা করেন যা যেকোন মানুষ এই রেসিপি দেখে দেখে রান্না করে ফেলতে পারবে।💚💚💚💚
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকদিন পর আপনার একটা পোস্ট পেলাম দিদিভাই। অনেক ভালো লাগছে দেখে সত্যিই। সব সময় দাদার পছন্দ করা খাবারগুলো তৈরি করেন এটা দারুন একটা ব্যাপার। আর ইলিশ বিরিয়ানি নাম শুনেছি কিন্তু কখনো খাইনি। রান্নার বিশ ধরনের উপকরণ দেখে চোখ তো পুরো উপরে উঠে গেছে । কত কি আয়োজন করে তারপরে এমন সুস্বাদু খাবার আমরা পাই 🙏। দুর্দান্ত লাগল দিদিভাই পুরো রেসিপিটা। আমার তো ছুটে গিয়ে খেতে ইচ্ছে করছে। হিহিহিহি । আপনার এই ভাই রান্নার বেলায় ভীষণ অলস। বাড়ির পাশে থাকলে সব সময় খাই খাই করে আপনাকে পাগল করে দিতাম 🤗। কি আর করা! এখন দুর থেকে দেখে দেখেই পেট ভরাই 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছেও বৃষ্টির দিনে ইলিশ খেতে বেশ ভালো লাগে।সরিষা ইলিশ কিংবা ইলিশ পোলাও কিংবা বিরিয়ানি খেতে বেশ ভালো লাগে।একেবারে আমাদের মত বাসন্তী ইলিশ পোলাও এর মত রান্না করেছেন আপু।শুধু মাএ আমরা ইলিশটাকে কসিয়ে নেই আর আপনি ভেজে নিয়েছেন এই পার্থক্য। যাই হোক বেশ দারুন হয়েছে মনে হচ্ছে। পরিবেশন দেখে খেতে ইচ্ছে করছে😃😃।পরবর্তী পোস্টের অপেক্ষায় থাকবো।ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইলিশ মাছের বিরিয়ানি শুনেই তো মুখে পানি চলে আসলো। তাছাড়া যেভাবে রান্না করেছেন তাতে খাবার সুস্বাদু হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। চালের উপরে কেওড়া জল, ঘি এবং গোলাপ জল ছিটিয়ে দেওয়ার কারণে এর অন্যরকম একটা ঘ্রাণ হয়। যা খেতে খুবই ভালো লাগে। সবমিলিয়ে বিরানি খুবই লোভনীয় লাগছে দেখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রান্না সুস্বাদু হয়েছে আন্দাজ করে বললাম বৌদিভাই । ইলিশ পোলাও সেদিন মা রান্না করেছিল কিন্তুু বাসমতি চাল দিয়ে এভাবে কখনও খাওয়া হয় নি। যদিও বর্ষার দিনে খিচুড়ি টাও বেশ মজার হয় যদি সাথে একটু আচার থাকে। সত্যি রান্না করা একটা শিল্প তা আপনার রান্নার প্রক্রিয়া দেখলে বোঝা যায়। ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি সকাল সকাল কি রেসিপি দেখলাম আজ, আপনার ভাবিকে দেখিয়ে বললাম মাটির চুলার বিরিয়ানি রান্না খেতে মন চায়, বলে বৌদিকে বলো এক প্লেট পাঠিয়ে দিতে, হি হি হি।
এটা একদমই সত্য যে, মাটির চুলার রান্নায় দারুণ স্বাদ পাওয়া যায়, আর আমি সাভার আসার পরতো নিয়মিত মাটির চুলার রান্না খাচ্ছি, সত্যি দারুণ স্বাদের হয় রান্নাগুলো। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া মাটির চুলার রান্নায় আলাদা একটা স্বাদ পাওয়া যায়।দেশের ভিতরে থাকলে আমার বাড়ীতে আসতে বলতাম বিরিয়ানি খেতে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৃষ্টির দিনে খিচুড়ি এবং ইলিশ মাছ ভাজা এটা তো সবাই পছন্দ করবে আর দাদার পছন্দের শুনে ভালো লাগল। ইলিশ মাছের বিরিয়ানি কখনো খাইনি। তবি এটার রেসিপি দেখিছি অনেক। বেশ চমৎকার তৈরি করেছেন বৌদি। একেবারেই ইউনিক ছিল। বেশ লোভনীয় লাগছে আপনার রেসিপি টা।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Yummi 😍🤤
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি নমস্কার
এমনি বৃষ্টির দিন ভালো লাগে তার উপর যদি হয় বিরিয়ানি ৷ তাহলে তো কোনো কোথাই নেই ৷
ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি দেখে জিভে জল না এসে উপায় আছে ৷ চমৎকার ছিল রেসেপিটি
তবে বাসমতি চালের নাম প্রথম শুনলাম ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি আপনার পোস্ট এর টাইটেল পড়ে পদ্মা নদীর মাঝি উপন্যাসের কথা মনে পড়ে গেল। উপন্যাসটাকে লক্ষ্য করেছি গ্রামের পূর্বপাড়ার অসহায় দরিদ্র মানুষের মাঝেও ইলিশ মাছের প্রবণতা। আর উপন্যাসের কাহিনী বর্ষা কালকে কেন্দ্র করে। যাইহোক ভালো লাগলো খুবই চমৎকারভাবে উপস্থাপন করেছেন আজকের রেসিপি বর্ষার দিনে ইলিশ মাছ কেন যে কোন মাছি ভাজা খেতে খুব ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি আপনার বিরিয়ানিটা সত্যি অসাধারণ ছিল। আসলে বৌদি আপনার মতো কখনো ইলিশ মাছ দিয়ে খায়নি। তবে আপনার রেসিপি দেখে শিখে নিলাম। একদিন অবশ্যই বাসায় তৈরি করব। ধন্যবাদ বৌদি আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের সকলের প্রাণপ্রিয় দাদার ইলিশ মাছ খুব প্রিয় জেনে ভাল লাগলো। কারন ইলিশ মাছ আমার খুব প্রিয়।ইলিশ মাছ দিয়ে খুবই চমৎকার বিরানি করে আমাদের সবাইকে লোভনীয় করে তুলেছেন আমাদের বৌদি।রন্ধনপ্রণালী টি খুবই সুন্দর করে আমাদের সাথে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দিদিমনি♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি, দাদার পছন্দ আসলেই অনেক এক্সেপশনাল। বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজি ও খিচুড়ি আমার নিজেরও খুব পছন্দ। তবে মাঝে মাঝে ব্যতিক্রম কিছু করলে মন্দ হয় না। আর সেই চিন্তা থেকেই আপনি খিচুড়ির পরিবর্তে ইলিশ মাছের বিরিয়ানি করেছেন। বিরিয়ানি দেখে মনে হচ্ছে একদম পারফেক্ট হয়েছে। খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল। আমার কাছে বিরিয়ানিতে আলু খুব প্রিয় মনে হয় সেটা একটু মিস করলাম। অবশ্য অনেকেই ইলিশ মাছের বিরিয়ানিতে আলু ব্যবহার করে না। আমার যেহেতু খুব ভালো লাগে তাই আমার নিজস্ব চিন্তা থেকে বলা। ইলিশ মাছের বিরিয়ানি রেসিপির জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিরিয়ানি খেতে বেশিভাগ মানুষই পছন্দ করেন।আর তা যদি হয় ইলিশ মাছের বিরিয়ানি তাহলে তো কথাই নেই।আপনি রান্নার প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দর করে উপস্থাপন করেছেন। যা দেখে যে কেউ রান্না করতে পারবে।আমি আবার ইলিশ মাছের বিরিয়ানি রান্নায় গোলাপ জল এবং কেওড়া জল দেই না।দিলে আমার মনে হয় ইলিশ মাছের গন্ধটাই চলে যায় ।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই বৃষ্টির দিনে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি বেশ জমে যায়।বৌদি আপনার ইলিশ মাছের বিরিয়ানি রেসিপিটা জাস্ট অসাধারণ হয়েছে।তাছাড়া দাদার পছন্দের রেসিপিটা পেয়ে দাদা বেশ খুশি হয়েছিলেন আশা করছি।ইলিশ মাছের ডিম খেতে আমার বেশি ভালো লাগে।ধন্যবাদ বৌদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি ২০টি উপরন দিছেন এটা যদি খুবই সামান্য উপকরণ হয়,তাহলে ইলিশ খাওয়ার চিন্তা ভুলে যেতে হবে। তবে পরিবেশেনের লাস্ট স্টেপে এসে নিজেকে বিশ্বাস করাতে পারতেছি না,যে এটা কি বাস্তব না কি এডিট করা কোন ফটোগ্রাফি। ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাকের নাসা দূর করার উপায়, পলিপাস নিরাময়, গোঠা : https://grathor.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইলিশ পোলাও খেয়েছি। কিন্তু ইলিশ মাছের বিরিয়ানি কখনো খাওয়া হয়নি। অবশ্য আপনার পোস্টগুলো সবসময়ই একটু ভিন্নধর্মী হয়। দাদার মতো আমারও এই সমস্যা আছে। আকাশের মেঘ বা বৃষ্টি হলেই তখন ইলিশ খিচুড়ি খেতে ইচ্ছা করে। আপনার রান্নার চেহারা দেখেই মনে হচ্ছে খেতে অত্যন্ত মজা হয়েছিলো। ধন্যবাদ বৌদি আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন ধরনের রেসিপি তো এটা। এর আগে বেগুন বিরিয়ানি পর্যন্ত শুনেছিলাম।কিন্তু ইলিশ বিরিয়ানি এই প্রথম। ধন্যবাদ আপনাকে এমন ইউনিক রেসিপি শেয়ার করার জন্যে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit